
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একাধিক রেকর্ড সঙ্গে নিয়ে আইএসএল লিগ শিল্ড পকেটে পুরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে বসে থাকাটাও একটা নজির। স্বাভাবিক ভাবেই এদিন হাসিখুশি দেখাল বাগান কোচ হোসে মলিনাকে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি ফাঁস করলেন এক অন্য রহস্য। চলতি্ মরশুমে খুব একটা ভাল ফর্মে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু এদিন ফর্মে থাকা জেসন কামিংসকে বসিয়ে দিমিকে নামালেন মলিনা। আর সেখানেই ঘুরে গেল খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোলে দিমিত্রি বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘মাঠের নতুন রাজা’ বলা হয়। কিন্তু ফর্মে থাকা ফুটবলারদের বসিয়ে দিমিত্রি কেন?
মলিনা জানালেন, ‘প্রথম হাফ সমানে সমানে হলেও দ্বিতীয় হাফে আমরা অনেক গোল করার সুযোগ তৈরি করেছি। নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আমরা শিল্ড জিততে চেয়েছিলাম। সে কারণেই শেষের দিকে আক্রমণাত্মক খেলতে বলি দলকে। বলেছিলাম, একটা দল হিসেবে খেলতে। আমার মনে হচ্ছিল এই ম্যাচটা দিমির ম্যাচ হতে পারে। জানি না কেন, কিন্তু এটা আমার মাথায় ঘুরছিল। সে কারণেই দিমিকে নামাই’। গোল পেতে এদিন শেষের দিকে একাধিক পরিবর্তন করেছিলেন বাগান কোচ। সেই প্রসঙ্গেই তিনি জানালেন, ‘প্রথম একাদশ থেকে শুরু করে সবকটা পরিবর্তন ভেবেচিন্তেই করেছি। আক্রমণ বাড়ানোর জন্য টাংরিকে বসিয়ে থাপাকে নামিয়েছিলাম। শেষের দিকে লিস্টন ক্লান্ত হয়ে পড়ায় আশিককে নামাই। আক্রমণ বাড়াতেই কামিংসকে নামানো’।
তবে হাউসফুল যুবভারতীতে এদিন যে বাড়তি কোনও চাপ ছিল না তাও জানালেন মলিনা। তাঁর কথায়, ‘বাড়তি কোনও চাপ ছিল না। আমরা শুধু আমাদের সমর্থকদের সামনে নিজেদের মাঠে শিল্ড জিততে চেয়েছিলাম। চাপ ছিল গোয়ার, কারণ ওদের জিততেই হত। ওরা কেরালার বিরুদ্ধে জিততে না পারলে আমরা জিতে যেতাম, সেটা হল আসল চাপ। আমরা ওড়িশার সঙ্গে না জিতলে আরও দুটো ম্যাচ পেতাম। তবে এদিন জিতে যে শিল্ড এসেছে আমি তাতে খুশি’। চলতি মরশুমে মোহনবাগান যে ফর্ম দেখিয়েছে তা যেকোনো কোচেরই খুশি হওয়ার কথা। বাগান কোচও এদিন জানিয়ে গেলেন, ‘দলের খেলায় খুশি। যেভাবে আক্রমণ করেছে দল তাতে আরও আগেই গোল হতে পারত। তবে শেষ মুহূর্তে দিমি যে গোলটা তা অনবদ্য। ম্যানেজমেন্ট, সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ আমাকে কোচের দায়িত্ব দেওয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। আরও দুটো ম্যাচ রয়েছে, সেগুলোও জিততে চাই। আমাদের লক্ষ্য ছিল সমর্থকদের খুশি করা। সেটা করতে পেরেছি ভেবে ভাল লাগছে’।
ছবি: অভিষেক চক্রবর্তী
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?
নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা
ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা
দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?
ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার
স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা